Tuesday, July 8, 2025
spot_img
Homeবিশ্বলেবাননে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের হামলা

লেবাননে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের হামলা

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আর্থিক প্রতিষ্ঠান আল কার্দ আল হাসানের শাখাগুলোতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় আল-জাদিদ টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় বৈরুতের দক্ষিণে চিয়াহতে ওই আর্থিক প্রতিষ্ঠানের শাখায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দিনের শুরুতেই ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি হুমকি দিয়ে জানিয়েছিলেন, হিজবুল্লাহর আর্থিক ব্যবস্থার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। 

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২৪৪৮

এক প্রেস ব্রিফিংয়ে হাগারি বলেন, ‘আমরা শিগগিরই অনেকগুলো লক্ষ্যবস্তুতে হামলা চালাব।’

তিনি আরও বলেন, হিজবুল্লাহকে আর্থিক সহায়তা দেওয়ার সঙ্গে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে চালানো অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে জানায়, তারা হিজবুল্লাহর অর্থের উৎসগুলো ধ্বংস করে দিতে চায়। এজন্য আল কার্দ আল হাসান অ্যাসোসিয়েশনে ওপর হামলা চালানো হবে। কয়েক ঘণ্টার মধ্যে এ স্থাপনা ত্যাগ করতে এবং এর থেকে ‘কমপক্ষে ৫০০ মিটার’ দূরে চলে যেতে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে আল কার্দ আল হাসান নামে এই আর্থিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে, বিশেষ করে দক্ষিণ বৈরুতে যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। 

আরও পড়ুন: বৈরুতে বিমান হামলায় নিহত ২২, জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপরও ইসরায়েলের গুলি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments