Monday, February 10, 2025
spot_img
Homeখেলাধুলাসেল্তার মাঠে জিততে ঘাম ছুটল রিয়াল মাদ্রিদের

সেল্তার মাঠে জিততে ঘাম ছুটল রিয়াল মাদ্রিদের

তারকায় ঠাসা শক্তিশালী রিয়াল মাদ্রিদকে ভয় না পেয়ে সমানে চ্যালেঞ্জ জানিয়ে গেল সেল্তা ভিগোর ফুটবলাররা। একের পর এক গোলের সুযোগও তৈরি করল, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতা ও ভাগ্যের ফেরে বারবার হতাশ হলো তারা। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি জিতলেও দম বেরিয়ে গেছে রিয়াল কার্লো আনচেলত্তির শিষ্যদের।

শনিবার রাতে সেল্তা ভিগোর ঘরের মাঠে খেলতে গিয়ে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ২০তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে প্রথমবার এগিয়ে যায় রিয়াল। স্বদেশি কামাভিঙ্গার কাছ থেকে পাস পেয়ে প্রতিপক্ষের বক্সের বেশ বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। এর ফলে চলতি মৌসুমে লা লিগায় তার গোলসংখ্যা হলো ৬টি।

এরপর আরও কয়েকবার চেষ্টা করেও সফল না হলে ওই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

তবে বিরতি থেকে ফিরেই গোল পরিশোধের চেষ্টা চালাতে থাকে সেল্তা। দ্বিতীয়ার্ধের পুরোটা সময়জুড়েই রিয়াল মাদ্রিদকে নিজেদের ছায়া হয়ে থাকতে বাধ্য করে তারা। এরই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে সমতায় ফেরে ক্লাউদিও গিলারদেসের শিষ্যরা।

ম্যাচজুড়ে অসাধারণ পারফর্ম করা অস্কার মিঙ্গেসার ক্রসটি ডান পায়ের ছোঁয়ায় ঠিকানায় পাঠিয়ে দেন গোলমুখে থাকা উইলিয়ট সুয়েডবার্গ।

আরও পড়ুন: প্রথম দেখাতেই রিয়ালকে হারিয়ে দিল লিল

সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সেল্তা ভিগো। এরইমধ্যে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে ম্যাচের ৬৩তম মিনিটে ফেদেরিকো ভালভার্দেকে উঠিয়ে লুকা মদ্রিচকে মাঠে নামান আনচেলত্তি। এর ফলে ফেরেঙ্ক পুসকাসের ৫৮ বছরের রেকর্ড ভেঙে রিয়ালের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে মাঠে নামেন মদ্রিচ।

মাঠে নেমেই মাঝমাঠে প্রতিপক্ষের চাপ সামাল দেন মদ্রিচ। ফলে ফের গোলের সুযোগ তৈরির রসদ পায় রিয়াল। এর তিন মিনিট পরই ভিনিসিউসকে দিয়ে গোল করিয়ে দলকে এগিয়ে নেন ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডার।

ম্যাচের ৬৬তম মিনিটে ভিনিকে এগোতে দেখে ডিফেন্সচেরা পাস দিয়ে তার সামনে বল পাঠিয়ে দেন মদ্রিচ। আর ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে বল ধরেই সেল্তা গোলরক্ষককে পরাস্ত করে ফের দলকে এগিয়ে নেন ভিনিসিউস।

আরও পড়ুন: রাতে ইতিহাস গড়ার অপেক্ষায় মদ্রিচ

এর তিন মিনিট পর গোলের উদ্দেশে পরপর দুটি শট নেন সেল্তার জনাথন বাম্বা। তবে দুটি শটই দারুণ দক্ষতায় প্রতিহত করে ব্যবধান ধরে রাখেন থিবো কোর্তোয়া।

৭১তম মিনিটে ডান পাশ দিয়ে পাল্টা আক্রমণে উঠে বুলেট শট নেন মিঙ্গেসা, কিন্তু তার শটটি ক্রসবার ছুঁয়ে বাইরে বেরিয়ে যায়।

এরপর ৭৮তম ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও দুটি দারুণ আক্রমণে ওঠে সেল্তা, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় সেই সুযোগগুলো নষ্ট হয়।

একের পর এক আক্রমণে ম্যাচের শেষের বিশ মিনিট রিয়াল মাদ্রিদকে একপ্রকার কোণঠাসা করে রাখে সেল্তা ভিগো।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে উঠে আরও একটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা, কিন্তু মিঙ্গেসার ক্রসে পা প্রসারিত করে দুভিকাস বল জালে জড়ানোর চেষ্টা করলেও পোস্টের সামান্য বাইরে দিয়ে তা চলে গেলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয়।

এরপর আর সময় না থাকায় রেফারি শেষের বাঁশি বাজিয়ে দিলে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের অনেকেই যে যেখানে ছিলেন, বসে হাঁপাতে থাকেন। দুর্দান্ত সেল্তা ভিগোকে রুখতে তাদের যে কতটা কষ্ট হয়েছে, তা বুঝিয়ে দিচ্ছিল তাদের দ্রুত শ্বাস-প্রশ্বাস ও দরদর করে বেরোনো ঘাম।

আরও পড়ুন: ‘ধর্ষণ অভিযোগের’ তদন্তের মধ্যে এমবাপেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

এই জয়ে ১০ ম্যাচে ৭টি জয় ও তিনটি ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনাকে ফের ছুঁল রিয়াল। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় অবস্থানেই রইল তারা। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানেই রইল সেল্তা ভিগো।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত একটায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় সান্তিয়াগো বের্নাবেউতে বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments